আপনি কি জানেন 2021সালের সরস্বতী পূজার তারিখ, যদি না জানেন তবে আর চিন্তা না করে ঝটপট জেনে নিন সরস্বতী পূজার তারিখ । আপনাদের সুবিধার্থে এখানে সবিস্তারে সরস্বতী পূজার তারিখ ও সময়সূচী দেওয়া হয়েছে।
দেবী সরস্বতী হলেন বিদ্যার অর্থাৎ শিক্ষা, সংগীত ও জ্ঞানের দেবী । তিনি শিক্ষার্থীদের কাছে খুব প্রিয়। হিন্দুধর্ম অনুযায়ী তিনি শিক্ষার সৃষ্টিকর্তা ও দাতা । এমনটা মনে করা হয় যে তিনিই সংষ্কৃত ভাষা সৃষ্টি করেছিন। তিনি জ্ঞান অর্জনের ,সংগীত শিখার, শিল্প করার ক্ষমতা মানুষদের মধ্যে প্রদান করেন।
সরস্বতী পূজার সময় ও তারিখ
সরস্বতী পূজা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাঘ অথবা ফাল্গুন মাসে আর ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পালিত হয়।বসন্ত পঞ্চমীতে এই পূজা উদযাপন করা হয়।এই বছর সরস্বতী পূজার তারিখ - বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৩রা ফাল্গুন, মঙ্গলবার অর্থাৎ ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী 16ই ফেব্রুয়ারি 2021 ।
Sunrise( সূর্যোদয় ) | 16 February, 2021 07:02 AM. |
Sunset(সূর্যাস্ত) | 16 February, 2021 06:19 PM. |
Panchami Tithi Begins(পঞ্চমী তিথি শুরু ) | 16 February, 2021 03:37 AM. |
Panchami Tithi Ends( পঞ্চমী তিথি শেষ ) | 17 February, 2021 05:46 AM. |
Basant Panchami Puja Muhurta | February 16, 03:37 AM - February 16, 12:40 PM |
Basant Panchami Madhyahna Moment | 16 February, 2021 12:40 PM. |
সরস্বতী পূজা কোথায় পালিত হয়
প্রধানত(Saraswati Puja )সরস্বতী পূজা বাংলা তথা সমগ্র ভারতবর্ষ জুড়ে অত্যান্ত শ্রদ্ধার সাথে পালন করা হয়।সরস্বতী পূজা সারা দেশ জুড়ে বিশেষ করে বিভিন্ন স্কুল, কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে , ছাত্রছাত্রীদের গৃহে ও পাড়ার সর্বজনীন পূজা মন্ডপে পালিত হয়।
কীভাবে সরস্বতী পূজা উদযাপিত হয়
সারা বিশ্বের হিন্দুরা সরস্বতী পূজা পালন করে।পন্ডিত অর্থাৎ শিক্ষিত ব্যক্তি ও শিক্ষার্থীদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ একটি উৎসব ।কারন এই পূজা তে তারা শিক্ষা ও জ্ঞান অর্জন করে নিজেদের সমৃদ্ধ করার প্রার্থনা করে।এই দিন নতুন নতুন ছোট্ট শিশুরা হাতেখড়ি দিয়ে নিজেদের শিক্ষার্থীর জীবনযাত্রা শুরু করে। সকলে মা সরস্বতী দেবী কে পুষ্পাঞ্জলি অর্পণ করে ও বিভিন্ন ধরনের ফল-মূল,মিষ্টান্ন দিয়ে দেবীর আরাধনা করা হয় ।পুষ্পাঞ্জলি অর্পণ করার জন্য সকলকে উপবাস(না খেয়ে থাকা) পালন করতে হয়।এই দিন কোনো কোনো জায়গায় রাতে অনুষ্ঠানের আয়োজন ও করা হয়।
আশা করছি, এখানে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ও 2021 সালের সরস্বতী পূজার তারিখ জেনে গেছেন। আপনার যদি এই পোস্টটি ভালো লাগে তবে শেয়ার করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ 🙏🙏।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন